এম এস জিলানী আখনজী চুনারুঘাট থেকে : বিশ্বব্যাংকের অর্থ্যায়নে হবিগঞ্জ জেলার চুনারুঘাট আমুরোড বাজার হইতে আমু চা-বাগান ভায়া চন্ডিছড়া হয়ে পুরাতন ঢাকা-সিলেট মহা সড়ক পর্যন্ত সংযোগ রাস্তার প্রশস্থকরন ও পূর্নসংস্কারের জন্য ব্যায় নির্ধারন করা হয়েছে।
বুধবার সকালে হবিগঞ্জ এল,জি,ইডির সাব এসি:ইঞ্জিনিয়ার আমীর হোসেন, সোসালিষ্ঠ ইসমাইল হোসেন, উপজেলা সাব এসি:ইঞ্জিনিয়ার আনিছুর রহমান, আহম্মদাবাদ ইউ, পি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সন্জু, মুক্তিযোদ্ধা আ:রহমান আজাদ, সিনিয়র শিক্কক আবুল কাশেম, স্থানীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, তরফবার্তার বার্তা সম্পাদক আ:রাজ্জাক রাজু, আইয়ূব আলী মেম্বার, সমাজসেবক ফজল মিয়া প্রমূখ।