বিনোদন ডেস্ক : টেলিভিশন অনুষ্ঠানকে স্টুডিওর চার দেয়ালের বাইরে নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত আমাদের সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমৃদ্ধ এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় নান্দনিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলোতে গিয়ে ইত্যাদির মূল অনুষ্ঠান ধারণ করা হচ্ছে এবং সেই সঙ্গে তুলে ধরা হচ্ছে সেসব স্থানের কৃষ্টি-সংস্কৃতিসহ গুরুত্বপূর্ণ সব তথ্য। ইত্যাদির দেশ পরিক্রমার এ ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে চাঁদপুরের পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার মিলনস্থলের পাশেই বড় স্টেশন মোলহেডে। এতদিন মোলহেডের দিনের সৌন্দর্য সবাইকে অভিভূত করেছে। এবার দর্শকরা দেখবেন মোলহেডের রাতের সৌন্দর্য।
নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ নাট্যাংশ। বাড়িভাড়ায় টিভি অনুষ্ঠানের প্রভাব, কথা কেনাবেচা, খবর পাঠিকার জবর সাক্ষাৎকার, পদপ্রার্থীর পদ নিতে প্যাঁচাল, চা নিয়ে চেঁচামেচি, হারানো কৃষ্টির দিকে দৃষ্টিসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম।
সব শ্রেণিপেশার মানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির আগামী পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ৫ ডিসেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। এটি স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।