মোঃ মামুন চৌধুরী,হবিগঞ্জ॥ মিয়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার কমিশশন(বামাক) শায়েস্তাগঞ্জ থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রেলওয়ে পার্কিংয়ে এ বানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
পরে বামাক শায়েস্তাগঞ্জ থানা শাখার সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বামাক শায়েস্তাগঞ্জ পৌর শাখার সভাপতি এডভোকেট হুমায়ূন কবির সৈকত, কার্যকরী সভাপতি অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, বামাক থানা শাখার সহ-সভাপতি গোলাম মুক্তাদির চৌধুরী মাসুদ, গাজীউর রহমান ইমরান, মোঃ আবু তাহের, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মোঃ আজদু মিয়া, শামীমুর রহমান শামীম মেম্বার, পৌর শাখার সাধারণ সম্পাদক হারুন সাঁই, আহলে সুন্নাতওয়াল জামায়াত নেতা মাওলানা আব্দুল কাদির, বামাক থানা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, পারভেজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন চৌধুরী, আব্দুল হক রেনু, হাজী মতিউর রহমান, আবুল কালাম আজাদ মেম্বার, লুৎফুর রহমান নাঈম, আররাদ আহমেদ নাহুল, নাজমুল হাসান ফারুক প্রমুখ। এতে তৃণমূলের লোকজনও যোগদান করে রোহিঙ্গা হত্যা ও নির্যাতন বন্ধের দাবী জানিয়েছেন।
সভায় বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতন দেখে আর সহ্য হচ্ছে না। এসব বন্ধ করুন। ধৈর্য্যের সীমা অতিক্রম হয়েছে। তারা বলেন, বামাক মানবতার সেবায় কাজ করে। কিন্তু মিয়ানমারে চরমভাবে মানবতা লঙ্ঘন হচ্ছে। তাই আমরা আর ঘরে বসে থাকতে পারছি না। এর জবাব দিতে রাস্তায় এসে শান্তির পক্ষে কথা বলছি।