নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে তামসু মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার সময় বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের বৃদ্ধ তামসু মিয়া তার স্ত্রী জাহেদা খাতুনসহ কয়েকজন আত্মীয়কে নিয়ে বাহুবল থেকে সিএনজি যোগে চুনারুঘাটে তার মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে চালক শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় সিএনজিটিতে মবিল লোড করার জন্য দাঁড় করিয়ে রাখে এসময় বিপরীত দিক চুনারুঘাট থেকে হবিগঞ্জগামী একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ তামসু মিয়া গুরুতর আহত হন।