প্রেস : জাতিসঙ্গের ৭২তম সাধারণ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সফর সঙ্গী মনোনিত হওয়ায় হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীমকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় হবিগঞ্জ চেম্বার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট দুলাল সূত্রধর, চেম্বার পরিচালক আব্দুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, মশিউর রহমান শামীম, কায়সার আহমেদ চৌধুরী জনি, সোহেল রানা তালুকদার, মোঃ জয়নাল আবেদীন, শেখ আনিসুজ্জামান, সিদ্ধার্থ শঙ্কর রায় পিনাক, অতিন কুমার দত্ত চৌধুরী পাপন এবং চেম্বার সচিব মোঃ আরজু মিয়া মজুমদার।