স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজারে আমিরুন এন্টারপ্রাইজ টিভি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল রবিবার দুপুরে বাঘাসুরা ইউনিয়নের বাখরনগর খেলার মাঠে ইয়ুত সোস্যাল অর্গানাইজেশন এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আব্দুল হান্নান মীর এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ উর রহমান এখলাছ। বিশেষ অতিথি ছিলেন, দৈনিক মানবকণ্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শান্ত, সহ-সভাপতি আনু মোহাম্মদ সুমন, দৈনিক মানবকণ্ঠের মাধবপুর প্রতিনিধি এস এইচ উজ্জল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজুল ইসলাম, তরফ বার্তার প্রতিনিধি আবুল হাসান ফায়েজ, বিজয়ের প্রতিধ্বনি প্রতিনিধি তোফাজ্জল হোসেন, আয়োজক মহিবুর রহমান পিপলু, আবুল হোসেন কায়েস, সাব্বীর আহমেদ, গাজীউর রহমান আব্বাস, খন্দকার জাফর ইমাম বিপ্লব, নাদিম মাহমুদ অন্তর প্রমূখ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে বাখরনগর একাদশ বনাম সাতপাড়িয়া একাদশ। খেলায় ২০ রানের ব্যবধানে সাতপাড়িয়া একাদশ জয়লাভ করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাতপাড়িয়ার খেলোয়ার সুমন তালুকদার।