চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৬নং চুনারুঘাট সদর ইউনিয়নে ১০ দিন ব্যাপী অস্ত্রবিহীন গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা।
এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে চুনারুঘাট উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক জায়েদ হোসেনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান, ইউপি সদস্য দুলাল মিয়া, কেরামত আলী, মনিরুজ্জামান শেফাজ, পরশ আলী, আকবর আলী, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা তাহমিনা আক্তার, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আনসার ভিডিপি সদস্যরা বিভিন্ন ভূমিকা পালন করছে। উক্ত মৌলিক প্রশিক্ষণে মোট ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। অন্যদিকে উক্ত ইউনিয়নের গোগাউড়া গ্রামেও ১০ দিন ব্যাপী অস্ত্রবিহীন গ্রামভিত্তিক ভিডিপি প্রশিক্ষণ শুরু হয়েছে।