বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল।
মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, গণহত্যা, ধর্ষণ, ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে আজ (০৯ সেপ্টম্বর) শনিবার দুপুর ১টায় উপজেলার মিরপুর বাজারে স্কুলের ছাত্র-ছাত্র ও শিক্ষকদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে উপস্থিত ছিলেন, বাহুবল কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি প্রভাষক আইয়ুব আলী, প্রভাষক আব্দুল হাই ভূঁইয়া, সানশাইন স্কুলের অধ্যক্ষ রণধীর চক্রবর্তী, ব্যবস্থাপনা পরিচালক ও বাহুবল মডেল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এম. শামসুদ্দিন, প্রভাষক সোহাগ, রেজাউল করিম এনাম, আতাউর রহমান উজ্জল, শারমিন আক্তার প্রমূখ।
এদিকে বাদ আসর বাহুবল বাজারে আলোড়ন ইসলামী সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে মায়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা করেছে।