হাবিবুর রহমান জুসেফ শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :-শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাই স্কুলের দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্ভোদন। সকাল দশটায় বিদ্যালয় পরিচালনা কমিঠির সভাপতি মাওলানা খুরশেদ আলীর সভাপতিত্তে ও সহকারী প্রধান শিক্ষক মো:আব্দুর রকিবের পরিচালনায় প্রধান অতিথী থেকে মেলার উদ্ভোদন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো:জয়নাল আবেদিন,বিশেষ অতিথী ছিলেন সদর উপজেলা নির্বাহি কর্মকতা আশফাকুর রহমান,বিটিভির জেলা প্রতিনিধি আলমগির খাঁন সাদেক, বক্তব্য রাখেন প্রতিষ্টাতা মাওলানা আব্দুস সহিদ, প্রধান শিক্ষক মো: নুরুল হক, নুরপুর উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক আমির ফারুক তালুকদার, সদর উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরর্দার, ছাত্রলিগের সাধারন সম্পাদক ফখরুল হামিদ প্রমূখ। পরে অতিথী বৃন্দ মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখন।
“শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমী এণ্ড হাইস্কুল আয়োজিত দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলায় প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভির ।
সকাল ১০টা থেকে শুরু হয় শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমী এণ্ড হাইস্কুল আয়োজিত বিজ্ঞান মেলা। এতে স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে, চারু ও কারুমেলা, বানিজ্য বিভাগ, বাংলা ও ইংরেজী বিভাগ, আদর্শ পারিবারিক বিভাগ, আরো কৃষি স্টল গুলোর মধ্যে মোসুমী ফসল উল্লেখযোগ্য ও দেখার মতো ছিলো।তাছাড়া ছাত্র ছাত্রীদের নিজেদের তৈরী বিভিন্ন প্রজেক্ট ও যন্ত্রপাতি বিশেষ ভাবে মন আকর্ষন করেছে। বিশেষ করে লেবু দিয়ে LED লাইট জ্বালানো, অভিস্রবন পরিক্ষা, সাইক্লোইড এসিড ও লবন দ্ধারা ডিমের ঘনত্ব পরিক্ষা, তাছাড়া ব্লাড টেষ্ট, প্রেসার ও ডায়বেটিস নির্নয়ে আকর্ষন ছিলো দর্শনার্থীদের। আবার অনেক ভিজিটররা ছাত্র ছাত্রীদের প্রজেক্ট সম্পর্কে প্রশ্নের মাধ্যমে তাদের কাছ থেকে উত্তর জেনেছেন। এছাড়া পুরো স্কুল এরিয়ায় প্রাইমারী সেকশনের ছাত্র ছাত্রীদের নিজের হাতে আঁকা ছবির দৃশ্য গুলো ও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেকটাই। দেশের এই কঠিন পরিস্থিতির মধ্যেও নিয়ম শৃঙ্খলা ও নিরাপত্তার কম ছিলোনা। কিছুতেই। অনেক দর্শনার্থীদের কাছ থেকে তাদের মন্তব্য জানা যায় যে. এই বিজ্ঞান মেলা দ্ধারা স্কুলের শিক্ষার্থীরা আরো অনেক দূর এগিয়ে যাবে। এতে শিক্ষকরা অনেক আশাবাদি.