নবীগঞ্জ প্রতিনিধি : পানিবন্দি মানুষের মধ্যে ত্রান বিতরনকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার বলেছেন, মানুষ মানুষের জন্য,হতদ্রারিদ্র মানুষের পাশে বৃত্তবানদের দাড়ানো নৈতিক দায়িত্ব।
আমাদের সমাজে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো হতদরিদ্র ও বন্যার্তদের পাশে দাড়ালে দূর্যোগ মোকাবেলায় সরকারে সহায়তা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সমাজের দূর্যোগ মুখাবেলা করতে হবে।
তিনি গতকাল শুক্রবার সকালে দীঘলবাক ইউনিয়নে এর ৬টি ওয়ার্ডে প্রায় দেড় শতাধিক পানিবন্দি হতদ্রারিদ্র মানুষের মধ্যে ব্র্যাক ব্যাংকের সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
দীঘলবাক ইউপি চেয়ারম্যান হাজী আবু সাঈদ এওলা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্র্যাক ব্যাংক সিলেট এর রিজিওনাল হেড আব্দুল আজিজ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এম,মুজিবুর রহমান,ব্র্যাক ব্যাংক হবিগঞ্জ এরিয়া ম্যানাজার জনাব এস,কে আহসান হাবিব, ব্র্যাংক নবীগঞ্জ ব্র্যাঞ্চ ম্যানাজার সৈয়দ মহি উদ্দীন আহম্মেদ, ইউপি সদস্য ফখরুল ইসলাম, মোঃ জিল্লুর রহমান,আওয়ামীলীগ নেতা গুলজার হোসেন প্রমুখ।
হত দ্রারিদ্র পরিবার গুলোর মধ্যে ৭ কেজি চাল,১ কেজি ডাল, ১ কেজি আলু, ১কেজি পিয়াজ,১ কেজি তৈল প্যাকেট করে প্রদান করা হয়।
উল্লেখ্য, যে দীঘলবাক ইউনিয়নের ৮টি গ্রামের মানুষ র্দীঘ ৬ মাস যাবৎ পানিবন্দি অবস্থায় রয়েছেন।