বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট রেলপথে এই ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ স্টেশন মাষ্টার জাহাঙ্গীর আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান তেলবাহী ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশন থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান- মৌলভীবাজারের কুলাউড়া স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ করছে এবং আখাউড়া জংশন থেকে আরও একটি উদ্ধারকারী ট্রেন রশিদপুরের উদ্দেশে রওনা করেছে।