অনলাইন ডেস্ক : ৪১৯ জন হাজী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকায় ফিরেছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের বিমানটি হাজিদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, প্রথম ফিরতি হজ ফ্লাইট বিজি২০১২ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকায় অবতরণের কথা থাকলেও জেদ্দা বিমানবন্দরে বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে নিরাপত্তা তল্লাশিতে বেশি সময় লাগে। এতে দেরি হওয়ায় রাত ৮টা ২০ মিনিটে সেটি অবতরণ করে।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জন হজ পালনের উদ্দেশে সৌদি আরব যান। তাদের ফিরিয়ে আনতে বিমানের ৩০টি নিয়মিত ফ্লাইটের বাইরেও ১৬৯টি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ৫ অক্টোবরের মধ্যে সব হাজি দেশে ফিরতে পারবেন।
এদিকে, সৌদি আরবে অবস্থানরত ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হজ অফিসে এক পর্যালোচনা সভায় বলেন, এ বছর এক লাখ ২৭ হাজার ২২৯ জন বাংলাদেশি হজ পালন করেছেন, যা অতীতের যে কোনও সময়ের চেয়ে বেশি।
সৌদি আরব সরকারের তথ্য অনুযায়ী, এ বছর সারা পৃথিবী থেকে ২৩ লাখ ৫২ হাজার হজ পালন করেছেন। এদের মধ্যে সৌদি আরবের বাইরে থেকে এসেছেন ১৭ লাখ ৫২ হাজার। এ পর্যন্ত সৌদি আরবে মোট ৭৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।