আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকার টিলা বেস্টিত গ্রাম দক্ষিণ দুধপাতিল। বৃদ্ধ-বৃদ্ধা, ছোট-বড়, ছাত্র-ছাত্রী মিলিয়ে প্রায় দুই হাজার লোকের বসবাস ঐ গ্রামে।
ওই গ্রামে বিভিন্ন পেশার লোকজন থাকলেও প্রবাসী পুরুষ মহিলারা বিদেশে শ্রম বিক্রী করে নিজেদের সংসার, পরিবার-পরিজনদের সুখী ও শিক্ষা-দ্বীক্ষায় প্রতিষ্ঠিত করতে দিনের পর দিন চেষ্টা চালিয় যাচ্ছেন অকাতরে।
বিশেষ করে তাদের প্রধান লক্ষ নিজেদের সন্তানাদি ও স্বজনদের শিক্ষত করে মাথা উঁচু করে দাঁড় করানোর। গ্রামের ওই পাশে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় তারা গ্রামের উত্তর পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসামপাড়া বাজারের কিন্ডারগার্টেন ও গাজীপুর হাইস্কুল এন্ড কলেজে ভর্তি করছেন তাদের শিক্ষার্থীদের। কিন্তু, এতদ ইচ্ছা থাকা সত্বেও তারা তাদের সন্তানদের ভাল ভাবে শিক্ষিত করে গড়ে তুলতে পারছেন না। একটু খানী বৃষ্টি হলেই তাদের চলাচলের গ্রাম্য রাস্তাটা সম্পূর্ণরুপে চলাচলে অনুপযোগী হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা ঠিক মত স্কুল-কলেজে যেতে পারছে না। গর্ভবতী ও মূমূর্ষ রোগীরা পারছে না সময় মত হাসপাতালে পৌঁছতে।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টি হলে যানবাহন দুরের কথা পাঁয়ে হেঁটে চলাচল করাও প্রায় অসম্ভব। এ নিয়ে এলাকাবাসী, স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের কাছে ছুটাছুটি করেও কোন ফলাফল পাচ্ছেন না।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ কাজল মিয়া জানেন, ওই এলাকার জনগন তাকে প্রতিনিয়তই তাদের দুর্ভোগের কথা জানান। এতে তাঁর খুব কষ্ট হয়। কিন্তু, এই রাস্তাটাকে সব মৌসুমে জনচলাচলের উপযোগী করে দেওয়ার মত ক্ষমতা তার নাই। দু-চার গাড়ী বালু বা রাবিশে সমাধান হলে তাঁর ব্যক্তিগত তহবিল হতে হলেও করে দিতেন।
স্থানীয় চেয়ারম্যান হুমায়ূন কবির খাঁন জানান, চলতি বছর অতি বৃষ্টির কারণে রাস্তাটির বেহাল দশা তাঁর নজরেও পড়েছে। তবে, এ দশা কেবল বৃষ্টির কারণেই নয় যানবাহন চলাচলের কারণেও হয়েছে। আগামী শীত মৌসুমে এর একটা বিধি-ব্যবস্থা তিনি করবেন।
এর জন্য তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ সংশ্লিস্ট সকলের সহযোগীতারও প্রয়োজন মনে করেন।