তোফাজ্জল হোসেন অপু,নূরপুর থেকে : “মাদক মুক্ত সমাজ চাই, মাদক কে না বলুন” এই স্লোগান কে সামনে রেখে শায়েস্তাগঞ্জের নূরপুরে মানব সেবার কল্যানে গঠিত সংঘঠন “ প্রত্যাশা ” এর আয়োজনে এক ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্টিত হয়েছে।
শনিবার ঈদের দিন বিকাল ৪টায় নূরপুর হাইস্কুল মাঠে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্টিত হয়।
খেলায় অবিবাহিত ৪ গোল ও বিবাহিত ৩ গোল করলে অবিবাহিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।ফুটবল ম্যাচের পর দুই দলের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার মো: আক্তার হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন-দৈনিক শায়েস্তাগঞ্জ পত্রিকার সম্পাদক ও ৭১ বাংলা টেলিভিশনের শায়েস্তাগঞ্জ প্রতিনিধি সাখাওয়াত হোসেন টিটু, সৈয়দ সজীব,শাহজাহান মিয়া,ফয়েজ আহমেদ রুবেল ,মন্নান মিয়া,বাবুল মিয়া,মনিরউজ্জামান লিটন,দেলোয়ার হোসেন জন্টু,রিপন আহমেদ,তোফাজ্জল হোসেন অপুসহ আরো অনেকে।
উল্লেখ্য,দুই দলের পুরুস্কার স্পনসর করেন দক্ষিন কোরিয়া প্রবাসী মীর সজল ও ব্যবসায়ী ফয়েজ আহমেদ রুবেল এবং দুই দলের জার্সি স্পনসর করে মানব সেবার কল্যানে গঠিত সংঘঠন প্রত্যাশা।