শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

কদমতলী তরুণ সংঘ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : ‘কদমতলী তরুণ সংঘ’ একটি অরাজনৈতীক সমাজ সেবা মূলক সংগঠন। শায়েস্তাগঞ্জ থানার কদমতলী গ্রামের এক ঝাক উদ্যমি তরুণ নিস্বার্থ ভাবে সমাজ সেবা কর্ম করার উদ্যেশে প্রতিষ্টা করে ‘কদমতলী তরুন সংঘ’।

প্রতিষ্টার পর তারা চিন্তা করে ঈদ আনন্দ সবার জন্য কিন্তু এ আনন্দে সবার শরীক হওয়া কঠিন। এই ঈদ আনন্দ সবাইকে শরিক করার উদ্যেশে তারা নিজস্ব অর্থ ব্যয় করে এবার ঈদে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে।

21268888_662446013949000_998222393_n

এর মধ্যে সংগঠনেনের সদস্যরা মিলে ৩৫০ টাকা মূল্যের আলু, চাল, তেল, গরম মসলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, রসুন,পেঁয়াজ,সেমাই, চিনি, দুধসহ ১৩ ধরণের খাদ্য সামগ্রী একত্রিত করে একটি প্যাকেট তৈরি করেন। এসব বিতরণের তারিখ নির্ধারণ করা হয় ঈদের আগের দিন সকালে। সেই মোতাবেক ১ সেপ্টেম্বর শুক্রবার সকালে সবাই জড়ো হয়।

নেই কোন মঞ্চ।নেই কোন ব্যানার। নেই কোনো অতিথি। প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়েই ‘কদমতলী তরুণ সংঘ’ এর সদস্যরা মিলে সুশৃঙ্খলভাবে গ্রামের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে হাতে প্যাকেট পৌঁছে দেন।প্রায় অর্ধ শত গরিব অসহায় দুস্ত মানুষ সবাই প্যাকেট পেয়ে মহাখুশি। অনন্তত ঈদের আনন্দ কিছু হলেও করতে পারবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!