হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে ৩ শতাধিক দরিদ্র লোকদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ আরডি হলে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি।
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ঈদের খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর মুকুল আচার্য্য, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন লাল বণিক, জেলা যুবলীগের সহ সভাপতি সজল রায়, সহ সভাপতি হাজী সমাছু, কাউন্সিলর গৌতম রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ তাজ, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, পৌর যুবলীগের সহ সভাপতি সবুজ আহমেদ, জেলা যুবলীগ নেতা আমীর খান, বেলাল আহমেদ, শাহ বাহার, যুব রেড ক্রিসেন্টের প্রধান পংকজ কান্তি দাশ পল্লব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেন, আতাউর রহমান সেলিমের নেতৃত্বে জেলা যুবলীগ হবিগঞ্জের আপামর জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিটি ঈদ এবং পূজায় দরিদ্র লোকজনের পাশে দাঁড়িয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এ কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান এমপি মজিদ খান।