নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক প্রবাসীর স্ত্রী আবেদুন্নেছো (৪৫)।
বুধবার (৩০ আগস্ট) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার ইনাথগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামে। তিনি একই গ্রামের প্রবাসী রোকন উদ্দিনের স্ত্রী ।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্মহনকারী মহিলা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভোগছিলেন। বুধবার রাতে তাদের পরিবারের লোকজন হঠাৎ তাকে তার নিজ কক্ষে ওড়না দিয়ে তীরের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ইনাথগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধর্মজিৎ সিনহা জানান, তাদের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের কাছ থেকে লিখিত নিয়ে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।