রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হবিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম ‘আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি’ প্রদান করা হয়েছে।
মরহুম হান্নানের সন্তান সুইডেন প্রবাসী এডভোকেট আব্দুল বাছিত চৌধুরীর অর্থানুকুল্যে গঠিত এবং পরিচালিত এই বৃত্তি প্রদান উপলক্ষে শনিবার দুপুরে হবিগঞ্জ বি, কে, জি, সি গভ গালর্স হাইস্কুল হল রুমে ইংরেজী বিভাগের সিনিয়র শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মনীষ চাকমা।
বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ছা’আদত-ছালমা স্মৃতি পদক পর্ষদ এর সেক্রেটারী দৈনিক জনকন্ঠ সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন, নিউজ ম্যাগাজিন ‘দিনবদল’ নিউইর্য়ক এর প্রধান সম্পাদক সেলিম আজাদ। মরহুম হান্নানের জীবনী স্মৃতি চারন করেন সংশ্লিস্ট স্কুলেরর মেধাবী ছাত্রী অজশ্রীতা দাস।
এছাড়াও অন্যান্য পর্বে অংশ নেন,সংশ্লিস্ট স্কুলের ছাত্রী ফারিয়া তাবাসুসুম আনিকা ও স্বর্ণা মল্লিক। অনুষ্ঠানে হবিগঞ্জ বি, কে, জি, সি গভঃ গালর্স হাই স্কুল, জে, কে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজ, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ, শায়েস্তাগঞ্জ হাই স্কুলে অধ্যায়নরত ১২ জন দরিদ্র এবং কৃতি শিক্ষার্থীর হাতে নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি মনীষ চাকমা সহ অন্যান্য অতিথিগণ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মনীষ চাকমা সহ অন্যান্য অতিথিগণ মরহুম আব্দুল হান্নান চৌধুরীর কর্মময় জীবন নিয়ে আলোকপাত করে বলেন, মরহুম হান্নান জীবিত থাকাবস্থায় যেমন মানুষ গড়ার কাজে তার মেধা ও প্রজ্ঞা দিয়ে নিজেকে আত্মনিয়োগ করেছেন, তেমনি তাকে অনুসরন করেই এই প্রজন্মের শিক্ষার্থীদেরকে বৃত্তের গন্ডি থেকে বেরিয়ে সুশিক্ষার মাধ্যমে রাস্ট্রের উচ্চতর পর্যায়ে আসীন হতে এখন থেকেই সকলকে লক্ষ্য নিয়ে এগুতে হবে। আর জাতির জনক বঙ্গবন্ধুর জীবন-আদর্শকেও বুকে ধারন করে পরিপূর্ণ ভালবাসায় এই স্বাধীন দেশকে বিশ্বের দরবারে সুপরিচিত করতে একমাত্র তরুন প্রজন্মকেই দায়িত্ব নিতে হবে।