স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার বড়চর মাদ্রাসার ৭ম শ্রেনীর মোঃ ছাকিব আহমেদ(১৭) নামের এক ছাত্র ৬ দিন যাবৎ নিখোঁজ রয়েছে তাকে কোথাও খুজে না পেয়ে ছাকিবের পিতা মোঃ ছুবান মিয়া নবীগঞ্জ থানায় একটি জিডি এন্টি দায়ের করেছেন।
জানা যায়।নবীগঞ্জ উপজেলার ১৩ নং পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের মোঃ ছুবান মিয়ার ছেলে মোঃ ছাকিব আহমেদ(১৭) প্রতিদিনের ন্যায় গত-২১-৮-২০১৭ইং বড়চর মাদ্রাসায় যাওয়ার কথা বলে সকাল প্রায় ১০টারদিকে বাড়ী থেকে বাহির হয়,কিন্ত সন্ধা পরও ছাকিব বাড়ীতে না ফিরলে তার পিতা মাদ্রাসায় গিয়ে শিক্ষক ও ছাত্রদের জিজ্ঞাসা করলে তারা কেউ ছাকিবকে কোথাও দেখেননি বলে জানান।
এর পর থেকে তার পিতা মোঃ ছুবান মিয়া সম্ভব বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ছাকিবকে না পেয়ে নবীগঞ্জ থানায় একটি জিডি এন্টি দায়ের করেন,জিডি নং(১১০২)ছুবান মিয়া বলেন,সে বাড়ী থেকে বাহির হওয়ার সময় তার পরনে ছিল হলুদ রংগের শার্ট ও জিন্সের প্যান্ট,গায়ের রং ফর্সা,উচ্চতা প্রায়(-৪-ফুট-০২-ইঞ্চি।তার মুখমন্ডল গোলাকার,ছাকিব স্থানীয় বড়চর মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্র।সে নবীগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে।