সামিউল ইসলাম, বাহুবল থেকে ॥ বাংলাদেশ ডাক বিভাগ পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিনিটি শীর্ষক প্রকল্পের আওতাধীন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা ও নবীগঞ্জ ই-সেন্টার সমূহের ৩ মাস মেয়াদী ডিপ্লোমা ইন সফটওয়্যার এপ্লিকেশন কোর্সের সমাপনী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ (২৫ আগস্ট) শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এ লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হয়।
পরীক্ষায় বাহুবল উপজেলা ও নবীগঞ্জের একাংশ মিলিয়ে ১৬টি সেন্টারের ২৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে বাহুবল উপজেলা পোস্ট ই-সেন্টার থেকে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
উক্ত পরীক্ষার হল সুপারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ডাক বিভাগ হবিগঞ্জ বিভাগীয় শাখার পোস্ট অফিস সুপার আবু জামাল লস্কর। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন শ্রীমঙ্গল উপ-বিভাগের পোস্ট অফিস পরিদর্শক সিদ্দিক আলী, হবিগঞ্জ সহকারি পোস্ট মাস্টার জেনারেল কার্যালয়ের পোস্টাল অপারেটর মোতাহের হোসেন, আবু সালেহ মোহাম্মদ আল রাজি, সূর্য লাল দাস, বাহুবল উপজেলা পোস্ট মাস্টার মর্তুজ আলী।
এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা কবির আহমেদ, দৌলতনগর পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা মোঃ শামছুল আলম, সৈয়দ মোশাররফ হোসেন, খলিলুর রহমান, সুহেল আহমেদ, মহিবুর রহমান, সুমন মিয়া, আবুল খায়ের জোবায়ের, এমরান চৌধুরী, লতিফুর রহমান, আফজাল মিয়া, গাজী আব্দুস সামাদ তারা, হৃদয়, জোসনা আক্তার।