হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে অভিযান চালিয়ে এক অপহরণ মামলার আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তি সদর উপজেলার কলিমনগর গ্রামের মৃত হাফিজ উল্লাহর ছেলে ছিদ্দিক মিয়া (৪০)।
বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তারের পর শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, ছিদ্দিক মিয়া বিভিন্ন সময় মানুষকে চেতনানাশক পদার্থ দিয়ে অজ্ঞান করে মুক্তিপণ দাবি করে আসছিল। সম্প্রতি একই এলাকার রূপম মিয়া নামে একজনকে চেতনানাশক পদার্থ দিয়ে অজ্ঞান করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তাকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করা হয়। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একদল সদস্য কলিমনগরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার বলেন, ছিদ্দিক মিয়া বড় ধরনের অপহরণ চক্রের সাথে জড়িত। বিভিন্ন সময়ে সে লোকজনকে চেতনা নাশক পদার্থ দ্বারা অজ্ঞান করে মুক্তিপণ দাবী করে আসছে। সে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেপ্তার এড়ানোর জন্য বিভিন্ন সময়ে বিভিন্নরূপ ধারণ করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় জিডির মূলে হস্তান্তর করা হয়েছে।