নবীগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের বিখ্যাত গরু চোরের গড ফাদার রিপন আহমেদ ওরফে দীপুসহ তার সহোদর আ:শাহীদকে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের রয়ফর উল্লার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, রিপন আহমেদ দীপু দীর্ঘ দিন কারাভোগের পর গত ২দিন আগে জামিনে বেরিয়ে আসে। তার ভাই গ্রেফতারকৃত শাহিদ ও কারাগারে ছিল। সে ও জামিনে আসে। তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ চুরি ও মারামারির একাধিক মামলা রয়েছে। জেল থেকে বেরিয়েই তারা চুরিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়।
পুলিশের কাছে খবর আসে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গ্রেফতারকৃতরা এলাকায় বড় ধরণের চুরির পরিকল্পনা করে। ইনাতগঞ্জ এলাকায় চুরি ঠেকাতে দীপু ও শাহীদকে গ্রেফতারে চক তৈরী করে পুলিশ।
এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর ইন্সপেক্টর শামছুদ্দিন খাঁন ও এসআই ধর্মজিৎ সিনহা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দুই ভাইকে গ্রেফতার করে।
ইন্সপেক্টর শামছুদ্দিন খাঁন ও এসআই ধর্মজিৎ সিনহা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,ঈদকে সামনে রেখে তারা বড় ধরনের চুরির পরিকল্পনা করে ছিল। তাদের পরিকল্পনা আমরা ভেঙ্গে দিয়েছি। এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে।