রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুন প্রজন্মকে রক্ষার্থে সোমবার বিকেলে হবিগঞ্জের জেলা ও পুলিশ প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছে ‘অভিযাত্রী মানবতার কল্যানে আমরা’ নামক একটি স্বনামধন্য সামাজিক সংগঠন।
মোঃ খালেকুজ্জামান খান সায়েম, মুশফিকুর রহমান তুহিন ও আমিনুল ইসলাম সৌরভের নের্তৃত্বে দুপুর পৌনে ১২ টায় সংশ্লিস্ট সংগঠনের একটি প্রতিনিধি দল ডিসি মনীষ চাকমার অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এমরান হোসেন এবং একই দিন পৌনে ৩ টার দিকে পুলিশ সুপার বিধান ত্রিপুরার নিকট ওই স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক জনকন্ঠের হবিগঞ্জ সংবাদদাতা ও হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন।
এদিকে স্মারকলিপি প্রদানকালে এডিসি মোঃ এমরান ও এসপি বিধান সংশ্লিস্ট সংগঠনের প্রতিনিধিদেরকে মাদকের হবিগঞ্জে বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষনার কথা উল্লেখ করে তরুন প্রজন্মের সন্তানদেরকে মাদকের মতো ভয়াবহ আগ্রাসন রোধে জেলার প্রতিটি স্কুল-কলেজে নানা কর্মসূচী গ্রহনের মাধ্যমে বিশেষ ভূমিকা রাখার জন্য প্রতিনিধিদলের প্রতি আহবান জানান।