নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা জাতীয় পার্টি (এরশাদ) সাধারণ সম্পাদক আক্তার হোসেন মনিরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে প্রতিপক্ষের লোকজন।
রবিবার ভোর সাড়ে ৪টায় মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বড়ুরা গ্রামে আক্তার হোসেন মনিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাপা নেতা মনিরের সঙ্গে ঢাকার জনৈক আমির হোসেনের আগের বিরোধ রয়েছে। এরই জের ধরে আমির হোসেন ও তার লোকজন রবিবার ভোরে মনির হোসেনের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় একটি বোমা মনির হোসেনের বাড়ির পেছনের জানালায় পড়ে। এতে জানালাটি পুড়ে যায়। অপর তিনটি বোমা অবিস্ফোরিত থাকে। পরে খবর পেয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও অবিস্ফোরিত বোতল তিনটি উদ্ধার করেন।
এ ব্যাপারে কাসিমনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আই সি) আনোয়ার হোসেন দৈনিক শায়েস্তাগঞ্জ কে জানান- পূর্ব বিরোধের জের ধরে এ পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান- পুিলশ দেড় লিটারের বোতলে অকটেন ভর্তি অবিস্ফোরিত অবস্থায় তিনটি পেট্রোল বোমা উদ্ধার করেছে।