রায়হান আহমেদ, চুনারুঘাট।। চুনারুঘাটে মিলাদ মাহফিল ও প্রায় ৬হাজার মানুষকে দুপুরের ভোজন করানো হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের কৃতি সন্তান ও লন্ডন প্রবাসী সাইদুর রহমান রানার প্রয়াত স্ত্রী তামান্নার পরকালীন নাজাতের জন্য প্রথমে মিলাদ মাহফিল, দোয়া ও পরে গরীব-দুস্থ সহ প্রায় ছয় হাজার মানুষকে দুপুরের ভোজন করানো হয়।
এতে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু, প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, মিজানুর রহমান এডভোকেট, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, সাংবাদিক ফোরামের সেক্রটারি খন্দকার আলাউদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, তামান্না গত বছরের আগষ্ট মাসে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।