“নীলার” মৃত্যু বার্ষীকি……. [যোশেফ হাবিব]
. হঠাত্ করে ডায়রীটা খুলে মনটা খুব খারাপ হয়ে গেলো। নীলার দেওয়া একটি কলম লোকানো ছিলো ডায়রীর ভাঁর্জে. নীলা আমার বন্ধু শুধু বন্ধু নয় আমার আত্না। আজ ওর ২য় মৃত্যুবার্ষীকি। এক সময় ছিলো আমাকে ছেড়ে এক মুহুর্ত থাকতো না. সব সময় বায়না ধরতো আমার প্রেমের গল্প শোনার জন্য. অনিচ্ছা থাকা সত্বেও বন্ধুর মন রক্ষা করার জন্য বলতাম। ও শুধু সবসময় আফসোস করতো আমার মতো একটি ছেলের সাথে প্রেম করার। কিন্তু ওর কপাল মন্দ বা সৃষ্টিকর্তা চাননি। তাই ফুলের পাঁপড়ী ফুটার আগেই ঝরে গেলো। তাছাড়া আমার এক বন্ধু আসিফ নামে একটি ছেলের সাথে ওকে পরিচয় করিয়ে দেই। ওদের মধ্যে গভীরতা হতে না হতেই এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। লিখতে আমার খুব কষ্ট হচ্ছে, চোখের জল ধরে রাখতে পারছি না. তবুও লিখছি ওকে উত্সর্গ করে। বন্ধু জানিস. এখনো তোর মতো বন্ধু খুঁজে বেড়াই, কিন্তু পাইনা। সত্যি বলছি তোকে আমি অনেক ভালবাসি, তোর মতো করে আর কেউ গল্প কবিতা গান শুনতে আসে না রে। একা একাই ও গুলো পড়ি. তোর কি মনে আছে. আমার একটি কবিতা তুই জোড় করে তোর নামে উত্সর্গ করেছিলি. হ্যা বলছি কবিতাটি, তুমি বন্ধু বলে ডাকো যারে, সেকি তোমায় ভুলতে পারে? যেমন ছিলাম তোমার পাশে, আজো আছি ভালবেসে, থাকবো আমার জীবন শেষে, দুঃখিত কবিতা পুরোটা লিখতে পারছি না, চোখের জল গড়িয়ে পড়ছে গাল বেয়ে. তুই আমাকে মাফ করে দিস বন্ধু. বলেছিলে যেখানেই যাস তোর সঙ্গে যাবো. কিন্তু অদৃষ্টের কি খেলা দেখ. তুই এমন জায়গায় গেলি তোর সাথে যেতে পাড়িনি. আকাশের বুকে যেমন চাঁদ, বন্ধু আমার বুকে তেমনি তুই আছিস। বন্ধুরে আজো তোর কথা গুলো কানে বাজে, তোর সাথে সে কি অভিমান। মনে আছে বাড়ি থেকে রাগ করে যখন তোর কাছে যাই, আমার দুখের কথা শুনে আমাকে জড়িয়ে ধরে তুই কেঁদেছিলি। আর বলেছিলি রীপার বিয়ে হয়েছো তো কি হয়েছে আরো ভাল মেয়ে তোকে ভালবাসবে। কিন্তু তোর সে কথা সত্যি হলো না রে, রীপার মতো করে ভালবাসবে এখনো এমন কাউকে পাইনি. হয়তো আমিও একদিন তোর মতো অচিন পাখি হয়ে চলে যাবো স্থায়ি ঠিকানায়. কিন্তু বেঁচে থাকতে তোর মতো বন্ধু পাবো কিনা জানিনা। এখন খোয়াই নদীর পাড়ে বসে তোর কথা ভাবছি আর চোখের অশ্রু ঝরাচ্ছি। সত্যি বন্ধু তোকে খুব মিস করছি।