নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ সরকারী জেকে মডেল হাইস্কুলের উদ্যোগে গতকাল মঙ্গলবার জাতিরজনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। সকালে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা বিশাল র্যালী বের করে।
পরে স্কুলের হল রুমে এক শোক সভা অনুষ্টিত হয়। স্কুলের প্রধান শিক্ষক আব্দুস ছালামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ হুমায়ুন কবিরের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক রথীন্দ্র লাল দে, শিক্ষক দীপক চন্দ্র সরকার, মাওঃ আব্দুস সবুর, অজয় চন্দ্র ধর, প্রিয়তোষ চক্রবর্ত্তী, কৃপাসিন্দু নাথ ও শিক্ষার্থী মোস্তাক আহমেদ প্রমূখ।