স্টাফ রিপোর্টার : বাহুবলের মুগকান্দী গ্রামে ডাবল মার্ডারের ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মোঃ নুরুল ইসলাম।
গতকাল সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে তিনি মুগকান্দী জামে মসজিদে গিয়ে মোয়াজ্জিন সহ আশপাশের বাড়ী ঘরের নারী পুরুষকে এ ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন এরং গ্রামের সার্বিক পরিস্তির খোজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই,বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নাদিরা খানম,বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল হক,উপজেলা আওয়ামীলীগের সাংঘঠনিক সম্পাদক ও বাহুবল প্রেসক্লাব সহ সভাপতি মোঃ সুহেল আহমদ কুটি,৩ নং সাতকাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ আব্দাল মিয়া তালুকদার ও সাংবাদিক জুবায়ের আহমেদ,সহ অন্যান্য ব্যক্তিবর্গ।জানা যায় দীর্ঘদিন যাবৎ লন্ডনী বাড়ী ও আখঞ্জী বাড়ীর লোকজন দুই ভাগে বিবক্ত হয়ে দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে পড়েন এরই মধ্যে গত শুক্রবার বাদ জুম্মা মুগকান্দী জামে মসজিদের উন্নয়ন কর্মকান্ড নিয়ে বাকবিতন্ডায় লিপ্ত হন।
এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়,এ ঘটনার সৃত্র দরেই শনিবার সকাল সাড়ে ৫ টারদিকে আবাও উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ সহ প্রায় শর্তাধিক লোক আহত হন,এর মাঝে গুরুত্বর আহত অবস্থায় লন্ডন প্রবাসী মোঃ কবির মিয়া ও মতিন মিয়াকে হাসপাতালে নেয়ার পথে তারা দুইজন মারা যান।
এঘটনায় পুলিশ বাদী হয়ে প্রায় তিন র্শত ব্যক্তির বিরোদ্ধে মামলা দায়ের করে।এর পর থেকেই গ্রেফতার আতংকে মুগকান্দী গ্রাম পুরুষ শৃন্য হয়ে পড়েছে । বর্তমানে ঐ গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।