নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হজ্ব যাত্রীদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে সানসাইন ট্রাভেলস এন্ড ট্যুরস। এতে ১৫৪ জন হজ্ব যাত্রী অংশগ্রহণ করেন।
মাওলানা আব্দুল হাকিম নিশাপটীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল কাইয়ুম।
সানসাইন ট্রাভেলস এন্ড ট্যুরস-এর ম্যানেজিং পার্টনার আলহাজ্ব হাফেজ মাওলানা ফয়সল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা আবু বক্কর, মাওলানা তৈয়ব আলী, মাওলানা সামছুদ্দিন, পৌরসভার সাবেক কাউন্সিলর আ.স.ম আফজল আলী, হজ্ব যাত্রী কবির আহমেদ, কাজী আব্দুল বাছির, সাংবদিক কামরুল হাসান, এম. এইচ সোহাগ ও নাজমুল হোসেন প্রমুখ।