নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শেখ গোলাম সারোয়ার পলাশ এর জন্মদিন পালন ও এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে৷
শুক্রবার(১১ আগস্ট)অলিপুর সিটি পার্কের চাইনিজ রেস্টুরেন্ট সন্দ্বা ৭টায় এ অনুষ্ঠান অনুষ্টিত হয়৷
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা বি এন পির সভাপতি ও নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নূরপুর ইউনিয়ন বি এন পি সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজুল, বি এন পি নেতা উস্তার খাঁন,ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুর রহমান বেনু, যুবদল নেতা ফারুক মেম্বার৷
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নজরুল তালুকদার, কামরুল তালুকদার, খোকন মিয়া, রাসেল মিয়া, আমিনুল, সোহেল, সেচ্ছাসেবক দলের সভাপতি জি এম টি কামরুল, কৃষক দলের সভাপতি ফরিদ আহম্মেদ, সাজু মিয়া ও শাস্তাগঞ্জ থানা ছাত্রদলে যুগ্ন আহব্বায়ক সামসুল আলম রিপন, মাহিন আহম্মেদ শামীম, এনামুল হক, চুনারুঘাট উপেজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মহশিন, সহ নুরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সৈয়দ বকুল, আইনুল, রপি, লিটন, মোশারফ, আমিনুল, সারফিন, আরিফ, সুজিত, মহন,সাহাবউদ্দিন,কাইরুল, পারভেছ, সুমনসহ শতাধিক নেতা কর্মী৷
আলোচনা শেষে শেখ গোলাম সারোয়ার পলাশের জন্মদিনে কেক কেটে তার শুভ কামনা ও আগামী দিন পথ চলা সুন্দর ও সফলতা কামনা করে অনুষ্টান সমাপ্ত করা হয়৷