ফখরুল আলম, লিভারপুল (যুক্তরাজ্যে) থেকে :- লিভারপুল ইংল্যান্ডের অতি পরিচিত প্রাচীন একটি সুন্দর শহর। বাঙালির আদি নিবাস ও বলা চলে। আর এই শহরের অত্যান্ত পরিচিত একটি পরিবার, নাম তার শেখ পরিবার। সেই পরিবারেরই এক কমিউনিটি ব্যক্তিত্ব শেখ ছুরত মিয়া আছাব। দীর্ঘকাল ধরে কমিউনিটির সেবায় নিয়োজিত। প্রবাসের মাঠিতে বাংলা সাহিত্য, সংস্কৃতি,শিক্ষা, রাজনীতিসহ কমিউনিটির সর্ব কাজে এক নিরলস প্রচেষ্টাকারী ব্যক্তি।
লিভারপুল বাংলা প্রেসক্লাবের সভাপতি শেখ ছুরত মিয়া আছাব এর ছেলের বিয়ে নিয়ে রীতিমত কমিউনিটিতে হৈচৈ পড়ে ছিল। ইংল্যান্ডের বেশ কিছু শহর থেকে হাজারো অতিথির সমাগমের পাশাপাশি লন্ডন বাংলা প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল দল সহ ইংল্যান্ডের বিভিন্ন প্রেসক্লাবের প্রায় শতাধীক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার লিভারপুলের আভিজাত্য হোটেল ডেভনশেয়ারের সেন্টারে অনুষ্টিাত হয় শুভবিবাহ। উক্ত বিয়ের পাত্র হলেন শেখ দেলোয়ার মিয়া, পিতা শেখ ছুরত মিয়া আছাব এবং কনে হলেন রহিমা বেগম। পিতা মার্সিসাইডের কমিউনিটি ব্যাক্তিত্ব লালা মিয়া। বর এবং কনের উভয় পক্ষের গ্রামের বাড়ী সিলেটের বিশ^নাথ উপজেলায়।
উভয় পক্ষের বিয়ে নিয়ে লিভারপুল কমিউনিটিতে ব্যাপক সাড়া জাগিয়েছে। ইংল্যান্ডের মত ব্যস্ত দেশে এরকম জাকজমক পূর্ন বিয়ে রীতিমত বাঙালি সহ মেইনষ্টিমের লোকজনের মধ্যে ব্যাপক আনন্দ যোগিয়েছে। এই বিয়েতে মেইনষ্টিমের অনেক অতিথিরা স্ব-পরিবারে উপস্থিত হয়ে বাঙালি বিয়ের সংস্কৃতি দেখে রীতিমত তারাও আনন্দিত হয়েছেন। বিয়েতে সিলেটের রীতি নীতি সহ সব ধরনের বাঙালি সকল আয়োজন ছিল। জারি,ধামালী সহ বিভিন্ন সিলেটি সংস্কৃতির আদলে বিয়ের এক সপ্তাহ পূর্ব থেকেই প্রস্তুতিছিল ব্যাপক।
বিয়েতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম ফারুক, বাংলা টিভির হেড অব নিউজ সারওয়ার হোসেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে সাংবাদিক আ স ম মাসুম, এম এ কাইয়ুম, মাসিক দর্পন এর সম্পাদক রহমত আলী, হাবিবুর রহমান, জাকির হোসেন, মিজানুর রহমান, সৈয়দ সাদেক আহমেদ, কলন্দর তালুকদার, সেতু চৌধুরী, লিভারপুল বাংলা প্রেসক্লাব এবং নর্থ ইংল্যান্ডের বেশ কয়েকটি টিভি রির্পোটার এসোসিয়েশন সহ প্রায় শতাধিক সাংবাদিক নেতৃবৃন্দ স্ব-পরিবারে এতে উপস্থিত ছিলেন।
পুরো মাত্রায় এক অনন্য আনন্দ উপভোগ করেছেন এই বিয়েতে লিভারপুলবাসী। উল্লেখ্য যে শেখ ছুরত মিয়া আছাব লিভারপুল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি। তিনি মার্সিসাইড বাংলাদেশী এসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সহ আওয়ামীলীগ এর রাজনীতির সাথে র্দীঘ দিন যাবত জড়িত। উনার বড় ভাই কমিউনিটি ব্যক্তিত্ব শেখ দুদু মিয়া মার্সিসাইড বাংলাদেশী এসোসিয়েশন প্রতিষ্টাতা।