মনিরুল ইসলাম শামিম ॥ অতি-দরিদ্র ও বিপন্ন মানুষের সমাজ ব্যবস্থায় স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ও বন্ধুত্বের সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত ১৭ জুলাই ২০১৭ইং তারিখে বাহুবল উপজেলার যুব সমাজকর্মীদের নিয়ে “বন্ধন যুব সংঘ বাহুবল” নামের একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা লাভ করে।
সংগঠনটির প্রতিষ্ঠা লাভের পর প্রথম উদ্দ্যোগ হিসেবে গত ০৪ আগস্ট উপজেলার সোয়াইয়া গ্রামে ঘটে যাওয়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ লক্ষ্যে আজ (১০ আগস্ট) বৃস্পতিবার সংগঠনের সভাপতি ফারুকুর রশিদ ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফিক আহমেদের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ, মখলিছুর রহমান, আব্দুল হাই, ইয়াকুত মিয়া, মাছুম হুসেন, ফারুক মিয়া, বিলাত মিয়া, সহ-সভাপতি হুমায়ুন কবীর, এম আবু সাঈদ, শামছুদ্দিন রুবেল, মোঃ আরজু মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন রশীদ রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ আলী, ইমরুল হোসেন, আয়াত আলী, সাইফুল ইসলাম এমরান, সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক এমরানুল হক, শাহরিয়ার আহমেদ সুজাত, শামছুদ্দিন, অর্থ সম্পাদক ইউসুফ আলী, সহ-অর্থ সম্পাদক সামছুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সায়েব আলী তালুকদার, ক্রীড়া সম্পাদক হাবিবুল্লাহ, সহ-ক্রীড়া সম্পাদক ইসলাম উদ্দিন, সোয়াইয়া গ্রামের সাবেক মেম্বার মোঃ মালেক মিয়া, বর্তমান মেম্বার সাহাব উদ্দিন, মাস্টার ওয়াহিদুজ্জামান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের মাঝে ১৫০ কেজি মিনিকেট চাল, ১৫ কেজি ডাল ও ৬ লিটার সোয়াবিন তেল তুলে দেয়া হয়।