স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ : নবীগঞ্জে ১৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আবুল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত রুসমত উল্লার পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, ধৃত আবুল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ মাদকের রমরমা ব্যবসা করে আসছিল। এরই প্রেক্ষিতে গতকাল ভোরে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এস আই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে ১৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। এবং সকালে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।