নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার কৃষি সম্প্রাসরন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে।
এই উপলক্ষে নবীগঞ্জ কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে এক আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজনা সভা ও র্যালি অনুষ্টিত হয়।
র্যালি ও আলোচনা সভায় অংশ নেন নবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম,নবীগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা তাজিনা সারোয়ার,কৃষি কর্মকর্তা দুলাল আহমেদ,আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়াসহ কৃষি অফিসের উপ সহকারী কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে মেলা উদ্বোধন করেন।