স্টাফ রির্পোটার॥ নবাগত জেলা প্রশাসক মনীষ চাকমাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব নের্তৃবৃন্দ। রবিবার দুপুরে সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি ও দৈনিক জনকন্ঠের সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিনের নের্তৃত্বে তার কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।
এসময় সংশ্লিষ্ট ক্লাবের সহ-সভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি আব্দুল হালিম, সেক্রেটারী রহমত আলী, লন্ডন প্রবাসী প্রকৌশলী এম,এ মুমিন চৌধুরী বুলবুল, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল শায়েস্তাগঞ্জ শাখার সভাপতি সাংবাদিক মঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ রির্পোটার ইউনিটির সভাপতি কাউছার চৌধুরী মামুন, দৈনিক জনতার প্রতিনিধি ডাঃ আব্দুল জলিল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ সেলিম তালুকদার, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব সভাপতি আলী আমজাদ, লাখাই প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, এমএস অনলাইনের সাইফুদ্দিন জাবেদ, করাঙ্গী নিউজ টুয়েন্টি ফোর এর বার্তা সম্পাদক শারমিন জাহান লিপি সহ প্রমুখ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এদিকে ওই শুভেচ্ছা জানানোয় নবাগত ডিসি মনীষ চাকমা সাংবাদিক তুহিন সহ সংশ্লিস্ট ক্লাব নের্তৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোতে জেলা প্রশাসনের সার্বিক কার্যক্রমে সহযোগিতা চান।