খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥ চুনারুঘাটে কাব ও স্কাউট লিডার বেসিক কোর্সের ৪দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। গত শনিবার রাত ৮টায় চুনারুঘাট ডিসিপি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪ দিন ব্যাপী কোর্স সমাপ্ত অনুষ্ঠান আলোচনা সভা ও মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, ডিসিপি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার, জেলা স্কাউটের এলটি বদরুন্নেছা, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ নাহা, সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ আহমদ, মিরাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অব্দুল মালেক, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, ডিসিপি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৈয়বা খাতুন, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ আমিরুল হক, সমকাল প্রতিনিধি মোস্তাক আহমদ তরফদার মাসুম প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষাণার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কাব ও স্কাউট লিডার বেসিক কোর্সের সমাপ্ত হয়।