নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে ট্রেনে পেট্রোল বোমা হামলায় ঝলসে গেছে ৩ যাত্রী। শনিবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা এ বোমা হামলা চালায়।
পুলিশ ও আহত সূত্রে জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে পাহাড়িকা ট্রেনটি শাহজিবাজার রাধাপুর নামক স্থানে পৌঁছামাত্র চলন্ত গাড়িতে কে বা কারা পেট্রোল বোমা নিক্ষেপ করে।
এতে ট্রেনের ভেতরে থাকা মায়া খাতুন (৪০), তার মেয়ে আমিনা খাতুন (২৫) ও মাধব রুদ্র পাল (২৮) নামে ৩ যাত্রীর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
এ সময় ট্রেনে থাকা অন্যান্য যাত্রীরা ভয়ে ছোটাছুটি করতে গিয়ে কয়েকজন আহত হয়। এ সময় ট্রেনের অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনে এসে পৌঁছামাত্র স্থানীয় লোকজনের সহায়তায় শায়েস্তাগঞ্জ থানার এসআই মোবারক হোসেনসহ একদল পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে অগ্নিদগ্ধ মায়ার ভাই মাংস ব্যবসায়ী কুদ্দুস মিয়া হাসপাতালে ছুটে আসে। হাসপাতালে একদিকে বোন ও অন্যদিকে যন্ত্রণায় বেসামাল ভাগ্নির চিৎকারে অসহায় হয়ে পড়ে কুদ্দুস। পরে হাসপাতালে আসা অন্যান্যদের সহযোগিতায় সে কিছুটা স্বস্তি পায়।
তিনি জানান, কুমিল্লায় আত্মীয়ের বাড়ি থেকে বেড়ানো শেষে বাড়ি ফিরছিল তার বোন ও ভাগ্নি। পথিমধ্যে সন্ত্রাসীদের বোমা হামলার শিকার হয় তারা। আহত মায়া খাতুন সদর উপজেলার পইল গ্রামে কেছলি মিয়ার স্ত্রী এবং আমিনা খাতুন খেছলি মিয়ার কন্যা।
অপরদিকে বোমা হামলায় আহত মাধব রুদ্র পাল বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার হরষপুর গ্রামের মোহন রুদ্র পালের ছেলে। সে রাজমিস্ত্রির যোগালির কাজ করে। রোজগারের তাগিদে বাড়ি থেকে ট্রেনে শায়েস্তাগঞ্জ আসার পথে সে এ বোমা হামলার শিকার হয়।
অগ্নিদগ্ধদের হাসপাতালে নিয়ে আসার পর এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। জরুরী বিভাগে অগ্নিদগ্ধরা যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তাদের আর্তচিৎকারে হাসপাতালের বাতাস ভারি হয়ে উঠে। এ সময় হাসপাতালে থাকা চিকিৎসক ও নার্সের পাশাপাশি হাসপাতালে আসা কর্তব্যরত সাংবাদিকর ও রোগীর স্বজনরা আহতদের সেবায় ব্যস্ত থাকতে দেখা গেছে।
অনেকেই হাত পাখা দিয়ে বাতাস করে তাদের যন্ত্রণা নিবারণের চেষ্টা করেন। সদর হাসপাতালে বার্ণ ইউনিট না থাকায় প্রাথমিকভাবে তাদের মেডিসিন ওয়ার্ডের মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হয়। রাত ১২টার দিকে তাদেরকে সিলেট প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ট্রেনে নিরাপত্তায় নিয়োজিত হুমায়ূন আহমেদ বলেন- দুর্বৃত্তরা পরপর তিনটি পেট্রোল বোমা ছুড়ে মারে। তিনি জানান, ট্রেনের পাওয়ারকারের ভেতরে প্রবেশ করলে পুরো ট্রেনের ব্যাপক ক্ষতি হতো। যাত্রীদেরও প্রাণহানির আশঙ্কা ছিল। ট্রেনের গতি বেশি থাকায় তেমন কোনো সমস্যা হয়নি।