বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রেপ্তার ডাকাত সর্দার সাইফুল ইসলাম (৩২) পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন।
বুধবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। হবিগঞ্জের পুলিশ সুপার বিধান চন্দ্র ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় আহত হয়েছেন আরও দুই ডাকাত ও ৪ পুলিশ সদস্য। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত সাইফুল ইসলাম বানিয়াচং উপজেলার মাদারীটুলা গ্রামের মতিউর রহমানের ছেলে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বুধবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় ৪ ডাকাতকে গ্রেপ্তার করে বানিয়াচং থানা পুলিশ । পরে তাদের নিয়ে বৃহস্পতিবার ভোর রাতে বানিয়াচং-শিবপাশা সড়কের আঞ্জাব ব্রিজ এলাকায় অন্যান্য ডাকাতদের ধরতে গেলে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ডাকাত সর্দার সাইফুল আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে পাইপগান, তিন রাউন্ড গুলি ও চারটি রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।