খন্দকার অালাউদ্দিন, চুনারুঘাট : চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটিমিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ সভার অায়োজন করা হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা দেবাশীস দেবনাথের সভাপতিত্বে ও মা-মনির কো-অর্ডিনেটর কে এম শামীম অাহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ অাবু তাহের।
এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত অারএমও রাসমিনা অাক্তার, চুনারুঘাট প্রেসক্লাব সেক্রেটারী মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী অাবুল কালাম অাজাদ, সুপ্রিমকোর্টের অাইনজীবী মোস্তাক অাহাম্মদ, ইমাম সমিতির সভাপতি মোঃ অাব্দুর রউফ প্রমূখ।
সভায় অাগামী ৫ অাগষ্ট শনিবার উপজেলার প্রত্যেক ইউনিয়নে ২৪টি ক্যাম্পে ৬-১১ মাসের শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সি শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।