নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কাগাপাশায় ২ ডাকাতকে আটক করেছে জনতা। এ সময় জনতা ডাকাতদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
বুধবার (২ আগষ্ট) রাত সাড়ে ১০টায় এ আটকের ঘটনা ঘটে।
আটককৃতরা হল, বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের আব্দুস সত্তারের পুত্র আজম (৩৫) ও একই উপজেলার পাহাড়পুর গ্রামের আব্দুস সালামের পুত্র মনু মিয়া (৩৩)।
পুলিশ জানায়, কাগাপাশা ইউনিয়নের ইউসুফপুর গাংপাড় গ্রামের নুর আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে চিকিৎসারজন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।