নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার সদর উপজেলার বৈদ্যার বাজার এলাকায় যাত্রীবাহি সিএনজি অটোরিক্সা উল্টে কলেজ ছাত্রসহ ৬ জন আহত হয়েছে।
বুধবার (২ আগষ্ট) বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর-ধুলিয়াখাল সড়কের সুঘর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে মিরপুর গামী একটি সিএনজি অটোরিক্সা কলেজ ছাত্রসহ ৫জন যাত্রী নিয়ে হবিগঞ্জ থেকে রওয়ানা দেয়। পথিমধ্যে সুঘর নামক স্থানে সিএনজিটির সামনের চাকা খুলে অটোরিক্সাটি রাস্তার নিচে খাদে পড়ে যায়। এতে চালকসহ ৬ জন আহত হয়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরন করেছেন।
তবে আহত কলেজ ছাত্র ছাদেকুর রহমান চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী এলাকার বাসিন্দা। সে বৃন্দাবন সরকারী কলেজের ছাত্র। তাৎক্ষনিক বাকী আহতদের নাম পরিচয় জানা যায়নি।
নিউ পলাশ ব্রিকসের সহকারী ম্যানেজার মনজুর হোসাইন বলেন, খুব স্প্রীটে ছিল সিএনজি হঠাৎকরে সিএনজির সামনের চাকা খুলে গেলে সিএনজিটি উল্টে রাস্তার নিচে খাদে পড়ে যায়। দুজনের অবস্থা খারাপ আমরা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ও বাহুবল হাসাপতালে পাঠিয়েছি।