হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ২০১৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ আগষ্ট) সকাল ১০টায় ১ম শিফট ও দুপুর ১২টায় ২য় শিফটের ওরিয়েন্টেশন ক্লাসে মোট ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় নবীন শিক্ষার্থীদের কলম ও ফুল দিয়ে বরণ করা হয়।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ মহসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সকল বিভাগে বিভাগীয় প্রধান ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ মহসিনুর রহমান বলেন, জীবনের এক ধাপ পেরিয়ে আরেক ধাপে পদার্পণ তোমাদের। এখানে সবাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। জীবনের নিদিষ্ট লক্ষে পৌঁছানোর জন্য পরিবার পরিজন ছেড়ে শিক্ষা গ্রহণ করতে এসেছ। তাই ভাল ফলাফলের জন্য নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার কথাও বলেন তিনি।