বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১ অাগস্ট) দুপুর ১২ টার দিকে বানিয়াচঙ্গের ঐতিহ্যবাহী এড়ালিয়া মাঠে এড়ালিয়া মাঠে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-অাজমিরীগঞ্জ) অাসনের সাংসদ অ্যাডভোকেট অাব্দুল মজিদ খান।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বন্দীপ কুমার সিংহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা অাওয়ামীলীগের সভাপতি অামীর হুসেন মাস্টার, অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া, যুবলীগ নেতা সাহিবুর রহমান ও উপজেলার প্রাক্তন খেলোয়ার কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এ ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে পূরণ হতে চলেছে এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচংবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন। ক্রীড়ামোদী ব্যক্তিদের মাঝে বইছে অানন্দের বন্যা।
ক্রীড়া সংগঠক অাব্দুস সালাম লস্কর জানান, শরীর চর্চার সবচেয়ে বড় মাধম্য হচ্ছে খেলাধুলা। অার খেলাধুলার উপযুক্ত পরিবেশ হচ্ছে ভাল একটি স্টেডিয়াম। অতীতে বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী এই এড়ালিয়ার মাঠ থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার মত অনেক বড় বড় খেলোয়ার তৈরি হয়েছে। অাজ এই স্টেডিয়াম হওয়ায় খেলোয়ারদের স্বপ্ন পূরণে অারও একধাপ এগিয়ে গেল। এতে খেলোয়ারা উৎসাহিত হবেন। ভবিষ্যতে অামরা এলাকাবাসীকে অারও ভালো খেলোয়ার উপহার দিতে পারব।
উল্লেখ্য, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৪১ লক্ষ টাকা।