মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জ বিদায়ী জেলা প্রশাসক সাবিনা আলম কে সংবর্ধনা প্রদান করেছে জেলা মুক্তি যোদ্ধা ইউনিট কমান্ড বিদায়ী সংবর্ধণা অনুষ্টানের আয়োজন করে।
সকাল সাড়ে ১০টায় মুক্তি যোদ্ধা কমপ্লেক্স ভবনের সভা কক্ষে উক্ত সংবর্ধণার আয়োজন করা হয়। জেলা মুক্তি যোদ্ধা ইউনিট কমান্ড এর সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী পাঠান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবিনা আলম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হক ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক এমরান আহমেদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এটি এম আজহারুল ইসলাম। অনুষ্টানে জেলার মুক্তি যোদ্ধা ও সাংবাদিকগণ উস্থিত ছিলে। এসময় মুক্তি যোদ্ধারা সম্মাননা ক্রেস্ট তোলেদেন সাবিনা আলমকে।