নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পৌর এলাকায় অজ্ঞাত পরিচয় (৬৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ আগষ্ট) সকালে পৌর শহরের গুমুটিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, পৌর শহরের গুমুটিয়া এলাকায় এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।
খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার মুসলেহ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর থানা হাসপাতালে প্রেরন করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তাদির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।