নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বং শিবপাশা গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ২০জন আহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে ঘটনাটি ঘটে। জানা যায়, ওই এলাকার শফিক মিয়ার পুত্র আজিজুল ইসলাম ও একই এলাকার মৃত শুকুর আলীর পুত্র আব্দুল কাইয়ূমের মধ্যে একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে একটি পক্ষের লোকজন ওই রাস্তা দিয়ে যেতে চাইলে অপর পক্ষের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে আজিজুল ইসলামসহ তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজনের উপর আক্রমন চালালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে জসিম উদ্দিন (২২), আজিজুল ইসলাম (৩৬০, আব্দুল কাইয়ূম (৩৫), শাহ আলম (২৫), মফিজ মিয়া (৩৫), সাইরুল (৬৫), সমুর্তা খাতুন (৫০), সিরাজুল (২০), আতিকুর রহমান (২৩), মোবাশ্বির রহমান (২১) সহ অন্তত ২০ জন আহত হয়। তাদেরক হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।