এস এইচ টিটু, সৌদিআরব থেকে: সৌদি গৃহকত্রীরা গৃহপরিচারিকা নিয়োগের ক্ষেত্রে একটি শর্ত জুড়ে দিয়েছে। তা হলো, সুন্দরী গৃহপরিচারিকার চেয়ে কুৎসিত গৃহপরিচারিকাই তাদের পছন্দের তালিকায় থাকবে বেশি।
এক রিক্রুটিং এজেন্সি জানিয়েছেন, সৌদি নারীদের কাছে সুন্দরী গৃহপরিচারিকার বদলে কুৎসিত গৃহপরিচারিকাই প্রাধান্য পাবে সর্বাধিক। গৃহপরিচারিকা হিসেবে মরক্কো ও চিলির গৃহপরিচারিকারা সৌদি নারীদের অপছন্দের তালিকায়। যদিও চিলি থেকে গৃহকর্মী, গাড়িচালক, গৃহভৃত্য,গভর্নেস, গৃহসেবিকা নিয়োগ দেওয়া যেতে পারে।
সৌদি নারীরা দক্ষিণ আমেরিকার গৃহ কর্মচারি নিয়োগের চেয়ে দক্ষিণ এশিয়ার বিশেষ করে ভারত শ্রীলংকা ইন্দোনেশিয়া ফিলিপিনোদের গৃহকর্মচারিদের নিয়োগের দিকে বেশি আগ্রহী। কারণ দক্ষিণ এশিয়ান গৃহকর্মীরা যথেষ্ট ধৈর্যশীল। তাদের দিয়ে ঘরের সব কাজই করানো যায়।
সুন্দরী চিলি গৃহকর্মীরা প্রায়শই তাদের ঘর ভাঙ্গার কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের ঘটনার উদাহরণ রয়েছে ভুরিভুরি। একই কারণে তারা মরক্কোর গৃহপরিচারিকাদের ব্যাপারেও আগ্রহ হারিয়েছে। রিক্রুটিং এজেন্সির কাছে সৌদি নারীরা প্রথমেই জানতে চায় মেয়েটি কি দেখতে সুন্দর। ছবি দেখে নিশ্চিত হতে চায় যে মেয়েটি সুন্দরী নয়।