খন্দকার অালাউদ্দিনঃ হবিগঞ্জের চুনারুঘাট থানায় উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রোবাবার বিকাল ৩টা থানা হল রুমে জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশদের নিয়ে মাদক ও চোরাচালান বিষয়ে এক মুক্ত অালোচনা সভা অায়োজন করা।
সভায় প্রধান অতিথি ছিলেন-হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাধবপুর সার্কেলের এস.এম. রাজু অাহমেদ।
থানার অফিসার ইনচার্জ কে.এম অাজমিরুজ্জামানের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) নুরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন- চুনারুরুঘাট পৌরসভার প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, মহিলা কাউন্সিলর মাশকুরা বেগম পাবনা, সমকাল প্রতিনিধি অালহাজ্ব মোস্তাক অাহমেদ তরফদার, সাংবাদিক এসএম সুলতান খান, অাজিজুল হক নাসির,সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার দুলাল মিয়া, ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম, পাইকপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার অাব্দুর রউফ খানসহ জনপ্রতিনিধি, গ্রামপুলিশ, বিভিন্ন মামলা-বিবাদীসহ অারোও অনেকই। ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি এএসপি রাজু অাহমেদ মামলার বাদী-বিবাদীদের বক্তব্য শুনে সমাধান সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।
এছাড়াও গ্রামপুলিশকে চোরাচালান সহ মাদক বিষয়ে পুলিশ কে সহায়তা করতে অাহবান জানানো হয়।