চুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিনিধি : চুনারুঘাট পৌরসভার পরিদর্শন করেছেন স্থানীয় সরকারের সিলেট বিভাগের উপ-পরিচালক (ডিজিএলডি) মোঃ জাকারিয়া।
গতকাল স্থানীয় সরকারের আওতায় পৌর শহরের বিভিন্ন কাজ পরিদর্শন করেন। এর পূর্বে পরে পৌরসভা কার্যলায়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নতুন পৌরভবন, যানজট নিরসন সহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন-চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, পৌরসভার কাউন্সিলর লাল মিয়া, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারী খন্দকার আলাউদ্দিন, পৌর ইঞ্জিনিয়ার দ্বীজেন্দ্র কুমার রায়, পৌরসভার সচিব ছিদ্দিকুর রহমান প্রমুখ।