নিজস্ব প্রতিনিধি : স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল NEWS 24-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) সকালে চ্যানেল NEWS 24-এর হবিগঞ্জ প্রতিনিধি শ্রীকান্ত গোপের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটেন অ্যাডভোকেট আবু জাহির এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি ফজলুর রহমান, দৈনিক হবিগঞ্জের আয়নার সম্পাদক রাশেদ খান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এসএম নুরুজ্জামান চৌধুরী শওকত ও আর টিভি জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মোহনা টিভির জেলা প্রতিনিধি মো. ছানু মিয়া, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো. সুরুজ আলী, এস এ টিভির জেলা প্রতিনিধি আব্দর রউফ সেলিম, লোকালয় বার্তার সিনিয়র রিপোর্টার এম সজলু।